Scams Alert!!!!কারো ব্যক্তিগত একাউন্ট-এ তার অনুমতি ছাড়া অবৈধ উপায়ে এক্সেস নেওয়া অপরাধ!!! আইন অনুযায়ী হ্যাকিং এর অপরাধে ১৪ বছরের জেল অথবা ১ কোটি টাকা জরিমানা এবং বারবার একই কাজ করলে ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে!!!!আমরা অনেকক্ষেত্রেই প্রেম কিংবা বিয়ের সম্পর্কে থাকাকালীন প্রেমিক;প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রীর সোস্যাল মিডিয়া একাউন্ট এর এক্সেস নিয়ে দেখতে চাই, সে আমার সাথে প্রতারণা করছে কিনা!!! এবং এজন্য অনেক সোস্যাল মিডিয়া সো-কল্ড হ্যাকারের শরনাপন্ন হই।কিছু ক্ষেত্রে ডিভাইস এক্সেস বা বিভিন্ন উপায়ে ,প্রতারণা বা ছল-ছাতুরির মাধ্যমে এক্সেস নেওয়া সম্ভব হলেও বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয়ে উঠেনা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে স্ক্যামাররা হাজার হাজার টাকাও হাতিয়ে নেয়। আর এই কেইসগুলোতে স্ক্যামারদের দ্বারা প্রতারিত হওয়া মানুষ আইনি সহায়তাও নিতে চায়না কারণ তার উদ্দেশ্য-ই ছিলো অন্য এক অপরাধ করা!সেই অপরাধ করতে গিয়ে স্ক্যামের শিকার!যাই হোক, ব্যক্তিগত সম্পর্ক ঠিক রাখতে সঙ্গীর ইনবক্সের মেসেজ চেক করা কোনো সমাধান না, এতে সন্দেহ বাড়ে যা পরবর্তীতে সম্পর্কের অবনতি ডেকে আনে।আর জেনে শুনে নিজে এসব অপরাধ না করি এবং অন্যকেও অপরাধ করতে আর্থিক লেনদেন হতে বিরত থাকি।© Emon Hasan founder Cyber positive Bd